প্রযুক্তিফোকাস

চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু করছে ওপেনএআই

চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু করছে ওপেনএআই
চ্যাটজিপিটিতে ব্যবহারকারীর বয়স অনুমান করার নতুন ফিচার চালু করছে ওপেনএআই। এর মাধ্যমে কোনো অ্যাকাউন্ট কিশোরের হতে পারে কি না, তা শনাক্ত করে সংবেদনশীল কনটেন্টের ঝুঁকি কমাতে চায় প্রতিষ্ঠানটি।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, তারা চ্যাটজিপিটিতে বয়স শনাক্ত বা ‘এজ প্রেডিকশন’ প্রযুক্তি চালু করছে। এই ফিচার বিশ্বব্যাপী ধাপে ধাপে কার্যকর হবে। লক্ষ্য হলো— ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করা।

ওপেনএআই বলছে, নতুন এই মডেল কোনো অ্যাকাউন্ট কিশোরের হতে পারে বলে অনুমান করলে সেখানে স্বয়ংক্রিয়ভাবে বাড়তি সুরক্ষা ব্যবস্থা চালু হবে। এতে সংবেদনশীল বা পরিণত বিষয়বস্তুর প্রদর্শন সীমিত করা হবে। সহিংসতা, যৌনতা বা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত কনটেন্ট দেখার সুযোগ কমে যাবে।

তবে বয়স শনাক্তের এই প্রক্রিয়া পুরোপুরি নির্ভুল নয়— এ কথা স্বীকার করেছে ওপেনএআই। ফলে কোনো প্রাপ্তবয়স্ক ব্যবহারকারী ভুল করে কিশোরদের অভিজ্ঞতার আওতায় পড়তে পারেন। এমন ক্ষেত্রে পূর্ণ সুবিধা ফিরে পেতে ব্যবহারকারীকে পরিচয় যাচাই করতে হবে। এজন্য একটি সেলফি জমা দিতে হবে। যা ‘পারসোনা’ নামের পরিচয় যাচাই সেবার মাধ্যমে যাচাই করা হবে।

ইউরোপীয় ইউনিয়নে এই ফিচারটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে। ইউরোপে শিশু-কিশোরদের অনলাইন সুরক্ষা নিয়ে কড়াকড়ি থাকায় সেখানে এই উদ্যোগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ওপেনএআই।

Back to top button